দৌলতপুর প্রতিনিধি ঃ কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার গাছিয়া দৌলতপুর নামক স্থানে ২৫ সেপ্টম্বর শনিবার সকাল সাড়ে ১০ টায় দ্রুতগামী লাইসেন্স বিহীন ষ্টেয়ারিং ট্রলির সাথে মটর সাইকেলের সংঘষে এরিষ্টো ফার্মা লিঃ এর এমপিও আবু আব্দুল্লা (৩৫) ঘটনা স্থলেই নিহত হয়েছে বলে জানাগেছে।
মার্মান্তিক এ দূঘটনার পর তাকে ভেড়ামারা ১৬ দাগে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া গলে চিকিৎসক অনেক আগেই তিনি মৃত্যু বরণ করেছেন। এমপিও আবু আব্দুল্লার গ্রামের বাড়ী সাতক্ষীরা জেলায়। আবু আব্দুল্লার অকাল মৃত্যুতে এরিষ্টো ফর্মা পরিবারের সকল সদস্য গভীর শোক প্রকাশ করে তার আত্মার মাগফেরাত কামনা করেছেন