দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের এল.জি.এস.পি’র অর্থায়নে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা বরাদ্দে ক্রর্ফোড নগর গ্রামের জিয়ারুলের বাড়ি হতে শান্তিনগর জামে মসজিদ প্রর্যন্ত একটি রাস্তা ফ্লাট সলিং এর কাজ সম্পন্ন হয়েছে। এ বিষয়ে এলাকাবাসী জানান, এল.জি এস.পি’র অর্থায়নে ফ্লাট সলিং রাস্তার কাজে ব্যাপক অনিয়ম ও দূর্নীতির অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী জানায় সরকারি রাস্তার কাজ এক নাম্বার ইট ও এক নাম্বার বালি দিয়ে হওয়ার কথা কিন্তু তা না হয়ে সিরাজ চেয়ারম্যান নিম্নমানের (তিন নাম্বার) ইট ও নিম্নমানের বালি দিয়ে রাস্তা তৈরি করছে। সরকারের বরাদ্দকৃত টাকা সঠিক ব্যবহার না করে আত্মসাৎ করছে। যে ইট দিয়ে রাস্তা হয়েছে তা এই বছর যেতে না যেতে ভেঙ্গে চুরে নষ্ট হয়ে যাবে। তদন্ত করলে দেখতে পাবেন নিম্নমানের বালি দেওয়ার কারনে রাস্তা তৈরির ১ সপ্তাহের মধ্যো রাস্তা অনেক যায়গায় বসে গেছে। আমরা চাই বিষয়টি তদন্ত করে অনিয়ম ও দূর্নীতির বিচার হোক।
এ বিষয়ে রামকৃষ্ণপুর ইউনিয়ণ চেয়ারম্যান সিরাজ মন্ডল জানান, আমি কোন নিম্নমানের ইট দিয়ে কাজ করি নাই, আপনারা তদন্ত করে দেখতে পারেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার জানান, এল.জি.এস.পি’র কাজ দেখা আমাদের হাতে না এটা আমাদের দেখার কোন বিষয় না। তবে আমার জানা মতে কোন নিম্নমানের নির্মান সামগ্রী দিয়ে কাজ করার কোন বিধান নাই।