দৌলতপুর প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুরে অপসোনিন ফার্মা লিঃ এর উদ্যোগে গ্রাম্য ডাক্তারদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়।
দৌলতপুর প্রতিবন্ধী অটিজম বিদ্যালয় মিলনায়তনে বুধবার দুপুরে কর্মশালায় দৌলতপুর অর্নাস কলেজের অবসর প্রাপ্ত অধ্যাপক অবু ইউসুফের সভাপতিত্বে শান্তা মেডিক্যালের সৌজন্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গ্রাম ডাক্তার কল্যান সমিতির সেক্রেটারী বিশিষ্ট সাংবাদিক মোঃ সাইফুল ইসলাম (শাহীন),
সহ সভাপতি ডাঃ হেলাল উদ্দীন, আপসোনিন ফার্মা লিঃ এর এরিয়া ম্যানেজার এস,এম, মোমিন শিকদার , এম, পি,ও মোঃ শহিদুল ইসলাম , মোঃ রায়হান । একর্মশালায় প্রায় অর্ধশাধিক গ্রাম ডাক্তার অংশ নেয়।