দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে মাদক চোরাকারবারদের হামলায় ১ জন আহত। উপজেলার রামকৃষ্ণ পুর ইউপির হায়দারের চরে একদল চোরাকারবারীদের হামলা আহত কৃষক দৌলতপুর হাসপাতালে ভর্তি। আহত কৃষক নেহারুল (৪০), হামলা কারি আফাজ (৪২) এর নেতৃীত্বে সজিব (৩৩) ওলি (৩১) ফারুক (৩২) সহ ৭/৮ জন হামলা চালিয়ে জখম করে। এই ঘটনায় দৌলতপুর থানায অভিযোগ দায়ের করেছে।