দৌলতপুর প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে জাসদের চেয়ারম্যান প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাঙচুর ,করেছে নৌকা প্রার্থীর ক্যাডাররা,গুলিতে ২ কর্মী আহত দাবী আজিজুল হকের।
মঙ্গলবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় ভাগজোত বাজার এলাকায় আজিজুল হক এর নির্বচনী অফিস ভাঙচুর করা হয়। জাসদের প্রার্থী আজিজুল হক জানান, মঙ্গলবার সন্ধ্যায় ভাগজোত বাজারের ওই নির্বাচনি কার্যালয়ে তার নেতা-কর্মীরা বসে ছিলেন। এ সময় আ.লীগের চেয়ারম্যান প্রার্থী সিরাজ মন্ডলের সমর্থকেরা হঠাৎ এসে ২০-২৫ জন নৌকা মার্কার স্লোগান দিয়ে দু’রাউন্ড গুলি ফুটিয়ে হামলা করে কার্যালয়টি ভেঙে ফেলেন। হামলাকারীরা অফিসে টাঙানো মশাল মার্কার পোষ্টার ঘরের বেড়া দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাংচুর করে মাটিতে ফেলে দেন। অফিসের চেয়ার টেবিলসহ আসবাবপত্র ভেঙে ফেলেন। পরিস্থিতি সামাল দিতে দৌলতপুর থানা পুলিশ উপস্থিত হয়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি শান্ত করেন। দৌলতপুর থানায় উভয় পক্ষ অভিযোগ দায়ের করেছে।
হামলায় জাসদের ২জন কর্মী আহত হন,আহতরা হল ভাগজোত গ্রামের আফাজ উদ্দীন মালিথার ছেলে আইনদ্দীন (৪৫) ও ছাপাত উল্লার ছেলে মুক্তার (৪২), তাদের দৌলতপুর উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় তিনি রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করবেন বলে তিনি জানান।
চেয়ারম্যান প্রার্থী সিরাজ মন্ডল ওই হামলা ও ভাঙচুরের সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন। তিনি বলেন, তাকে হেয় করার জন্য এ অভিযোগ করা হচ্ছে।
এ বিষয়ে ঐ এলাকার বিট পুলিশ এস আই খায়রুজ্জামান বলেন নির্বাচনী প্রচারনাকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, তবে গোলাগুলির বিষয়ে তার জানা নেই বলে তিনি জানান।
উল্লেখ্য, ২৮ নভেম্বর রামকৃষ্ণপুরসহ উপজেলার ১৪ ইউনিয়ন পরিষদ নির্বাচনে। এতে জাসদের আজিজুল হক ছাড়াও বর্তমান চেয়ারম্যান সিরাজ মন্ডল,জাতীয় পার্টির ইউসুফ আবু জাফর পাপ্পু, চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন।