দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরে মহিষে ক্ষেতে ধান খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত ১০ জন।
এ ব্যাপারে দুই পক্ষের পৃথক-পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায় ৬ মার্চ রবিবার বিকেল পাঁচটায় উপজেলার ফিলিপনগর ইউপি’র আলীনগর গ্রামে শ্যামল মহলদার আনোয়ার মন্ডলের ধানক্ষেতে মহিষ ঢুকে পড়লে আনোয়ার মহলদার ও তার ছেলে স্বপন শ্যামল হালদার কে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং শ্যামল মহলদার এগিয়ে গেলে আনোয়ার এর নেতৃত্বে সিরাজ মন্ডল ও হাসান তাকে মারপিট করে। এ সংবাদ শ্যামলের বাড়িতে পৌঁছালে তার লোকজন লাঠিসোটা নিয়ে এগিয়ে আসলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ সংঘর্ষে আনোয়ার পক্ষের সিরাজ মন্ডল(৫৫) হাসান ((৩৩) সহ শ্যামল মহালদারের পক্ষের অহিদুল ইসলাম (৩২) পলাশ(২৮) খেদু (৩৪) বাবুল (৩২) ইতি (১২) ১০/১২ জন আহত হয়। আহতদের মধ্যে শ্যামলের পক্ষে অহিদুল ও আনোয়ার এর পক্ষে সিরাজ মন্ডলের অবস্থা আশংকাজনক হওয়ায় কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পৃথক পৃথক মামলার জন্য অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।