বিপ্লবী দিগন্ত ডটকমে এ আপনাকে স্বাগতম । সময়ের বহুল প্রচারিত বস্তুনিষ্ঠ ও নির্ভরযোগ্য বাংলাদেশের ভিন্নধারার নিউজ পোর্টাল ” বিপ্লবী দিগন্ত ” । অতি অল্প দিনে পাঠক নন্দিত হয়ে উঠেছে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষে কাজ করছে তরুণ, অভিজ্ঞ সংবাদকর্মীরা। দেশ-বিদেশে সকল খবরাখবর কারেন্ট আপডেট জানাতে দেশের জেলা, উপজেলা এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ে সংবাদ প্রতিনিধি নিয়োগ চলছে। ছবিসহ জীবন বৃত্তান্ত (সিভি)পাঠাতে হবে এই ই-মেইল: uddinjalal030@gmail.com, মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬।
বিপ্লবী দিগন্ত ডটকমে সাংবাদিকতা কাজ করার পূর্ব শর্তসমূহ জেনে নিন:-
১. যে এলাকায় সাংবাদিকতার দায়িত্ব নিবেন সেই জেলা ও উপজেলার অবশ্যই স্থায়ী বাসিন্দা হতে হবে। বা আপনি যে এলাকায় কাজ করবেন, সেই এলাকার কোনো রেফারেন্স লাগবে।
২. ল্যাপটপ বা ভালো ক্যামেরার এন্ড্রয়েড ফোন থাকতে হবে।
৩.সামাজিক যোগাযোগ ফেসবুক ও ই-মেইল পরিচালনায় পারদর্শী হতে হবে।
৪. সরাসরি ক্যামেরার সামনে কথা বলার মানসিকতা থাকতে হবে
৫.কোনো ভাবেই অন্য পত্রিকা থেকে কপি নিউজ করা যাবে না।
৬. কোনো পুরাতন নিউজ করা যাবে না।
৭.দুর্নীতির সংবাদে যথাযথ প্রমান পাঠাতে হবে। ফটো ও রেকর্ড থাকতে হবে।
৮.মাসে অন্তত ২ টি জনদূভোর্গের ভিডিও নিউজ করে পাঠাতে হবে।
৯. অফিসের নিদের্শে বিভিন্ন জায়গায় ভ্রমনের মানসিকতা থাকতে হবে।
১০. আপনার কর্মরত এলাকায় সমাজ সেবক, রাজনীতিবিদ ও বিশিষ্ট জ্ঞাণী-গুনীজনদের সাথে পরিচিত বাড়াতে হবে।
১১. ধর্মবিরোধী, রাষ্ট্রদ্রোহী ও স্বাধীনতা ও কারো নামে মানহানী ও বিরোধী নিউজ করা যাবে না।
১২. কোন রাজনৈতিক দলের সদস্য হওয়া যাবে না। নিরপেক্ষভাবে সাংবাদিকতায় কাজ করতে হবে।
১৩.বিপ্লবী দিগন্ত ডটকমের সাংবাদিক পরিচয়ে কোনোভাবেই হুমকি ধামকি দিয়ে ঘুষ গ্রহন ও চাঁদাবাজি করা যাবে না।
১৪. বিপ্লবী দিগন্ত ডটকমের সাংবাদিক পরিচয় দিয়ে অফিস আদালতে কোনোভাবেই দালালি করা যাবে না।
১৫. বিপ্লবী দিগন্ত ডটকম ছাড়া অন্য পত্রিকায় কাজ করলে সম্পাদক বা বিপ্লবী দিগন্ত ডটকম টিমকে জানাতে হবে। না জানিয়ে কাজ করলে আপনি কোনো সমস্যায় পড়লে , পরে তা কোনোভাবেই বিপ্লবী দিগন্ত ডটকম সহযোগিতা করবেনা।
নিয়োগ সংক্রান্ত বিষয়ে সরাসরি কথা বলুন:
খন্দকার জালাল উদ্দিন
সম্পাদক, বিপ্লবী দিগন্ত,
ফোন: ০১৭১৮-১৬৪২৬৬