দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুরে বয়স্ক বিধবা প্রতিবন্ধী ভাতা ভোগীরা দীর্ঘ এক বছর যাবত ভাতার টাকা না পেয়ে অনশন শুরু করে গত মঙ্গলবার। টানা তিনদিনের অনশনে দু’জন বয়স্ক ভাতা ভোগী অসুস্থ হয়ে পড়লে বুধবার দিনগত রাত অনুমানের তিনটার সময় বীর মুক্তিযোদ্ধা সন্তান তনময় হকের সহযোগিতায় তাদের দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়। এসময় অনশনকারীদের সহযোগিতায় এগিয়ে আসেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের কেন্দ্রীয় কমিটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মোতাসিম বিল্লাহ।
অনশনকারীরা অসুস্থ হওয়ার খবরটি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের সংসদ সদস্য আ.কা.ম সরওয়ার জাহান বাদশাহ দৃষ্টিগোচর হয়। পরে ৯ সেডেপ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১১ টার সময় সংসদ সদস্যের প্রতিনিধি উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি টিপু নেওয়াজ ও উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট এজাজ আহমেদ মামুনের আশ্বাসে অনশনকারীরা অনশন ভাঙলেন।
এ সময় তারা গণমাধ্যমকে জানান, এই অসহায় মানুষের টাকা যারা হাতিয়ে নিয়েছে তাদের অতি দ্রুত তদন্ত করে, তাদেরকে আইনের আওতায় আনা হবে । এবং অসহায় মানুষের টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করা হবে। বক্তব্য শেষে তারা হাসপাতালে অসুস্থদের দেখতে যান।