দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুর উপজেলার ফিলিপনগর ইউনিয়নের বাহিরমাদিয়া টলটোলি পাড়া গ্রামের আকাল মালিথার ছেলে কৃষক মিলন (৪০) বজ্রপাতে মৃত্যু হয়েছে।
এলাকাবাসী জানান ২৭ সেপ্টেম্বর সোমবার বিকাল চারটার দিকে বাহিরমাদিয়া ঝাউবুনার মাঠে মিলন ছেলেকে সাথে নিয়ে গবাদি পশুর জন্য ঘাস কাটতে যায়, এ সময় বৃষ্টি ও বিদ্যুৎ চমকাতে থাকে। ঘাস কেটে বাড়ি ফেরার সময় ছেলেকে একটু দূরে ধনচির পাতা আনতে পাঠায়, ঠিক সেই সময় বজ্রপাতে মিলনের মৃত্যু হয়,তার ছেলে অক্ষত রয়েছে। বৃষ্টির পর এলাকাবাসী মাঠ থেকে তার লাশ উদ্ধার করে।