দৌলতপুর প্রতিনিধিঃ কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা বাজারে ভাই ভাই ষ্টোরে শনিবার দিবা গত রাতে দুর্ধষ চুরি সংগঠিত হয়েছে। জানা গেছে উপজেলা সদর বাজারের ভাই ভাই ষ্টোরের দোকানে টিন কেটে ভিতরে প্রবেশ করে, দোকানের ড্রয়ারের থাকা নগদ দেড় লক্ষ টাকা অন্যান্য মালামালসহ প্রায় ২ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায় চোর। এ ব্যাপারে রোববার থানায় মামলা দায়ের করা হয়েছে । খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন । সি সি টিভির ফুটেজে উক্ত চিহ্নিত চোরকে ধরার চেষ্টা চলছে।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি