প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২, ২০২৫, ১১:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৯, ২০২২, ৯:৫০ পি.এম
দৌলতপুর থানা পুলিশের পৃথক অভিযানে গাঁজা ও চোরাই ভ্যান
দৌলতপুর প্রতিনিধি :কুষ্টিয়া দৌলতপুর থানা পুলিশের পৃথক দুইটি অভিযানে গাঁজা ও চোরাই ভ্যান সহ আটক দুই।
দৌলতপুর থানা পুলিশ পরিদর্শক তদন্ত মোস্তফা হাবিবুল্লাহ জানান, থানা পুলিশের বিশেষ অভিযান ওয়ারেন্ট তামিল, মাদকদ্রব্য ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলাকালীন সময়ে শুক্র বার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি যে মথুরাপুর ইউনিয়নের হাইস্কুল পাড়ায় মাদক ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে ঝড়ুর বাড়ীর উত্তর পাশে বাগানের ভিতরে একটি বস্তায় মাদকদ্রব্য নিয়ে মাদক ব্যবসায়ীরা অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে এস আই সেলিম রেজা সঙ্গীয় অফিসার নিয়ে অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিত টের পেয়ে কৌশলে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়। এলাকাবাসী ও জনপ্রতিনিধি দের উপস্থিতে ৫ কেজি গাঁজা উদ্ধার হয়।
এ ছাড়াও সাদিপুর গ্রামের ভ্যান মালিক আয়তাল হকের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাঁরাগুনিয়া বিদ্যুৎ অফিস এলাকা থেকে ভ্যান চোর সন্দেহে মিরপুর উপজেলা পোয়ারি গোরস্থান পাড়া বর্তমানে আনুগাছি গ্রামের মৃত আরসেদ শেখের ছেলে আজিবর শেখকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে মিরপুর উপজেলার সদরপুর বাজার থেকে দুই টি চোরাই ভ্যান সহ মিরপুর উপজেলার বিলআমলা গ্রামের মোঃ আলতাফ ইসলামের ছেলে ইকরামুল ইসলাম কে আটক করে।
এ বিষয়ে দৌলতপুর থানায় চুরি আইনে একটি মামলা ও গাঁজার মালিক না পাওয়াতে পরিত্যক্ত হিসেবে জি ডি হয়েছে।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি