দৌলতপুর প্রতিনিধি: কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আল্লরদর্গা শিশু মাদ্রাসায় বাৎসরিক ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও প্রদর্শনী জলসা অনুষ্ঠিত হয়েছে।
৯ নভেম্বর সকাল ন’টা থেকে দিনব্যাপী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য আলহাজ্ব রেজাউল হক চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল্লার দর্গা বাজার কমিটির সভাপতি হাবিবুর রহমান লস্কর ও নুরুজ্জান বিশ্বাস ডিগ্রী কলেজের অধ্যক্ষ এমদাদুল হক, সভাপতিত্ব করেন আবু ইউসুপ। এ ছাড়া উপস্থিত ছিলেন, হোগলবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সেলিম চৌধুরীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবগর্, অভিভাবক, শিক্ষক, ছাত্র-ছাত্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাদ্রাসার ছেলে-মেয়েরা বিভিন্ন কোরআন তেলাওয়াত, গজল সহ নামাজের বিভিন্ন পদ্ধতি প্রদর্শনীতে উপস্থাপন করে, অনুষ্ঠান শেষে তাদের পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিশু মাদ্রাসার প্রধান শিক্ষক খন্দকার আসাদুজ্জামান। শিশু মাদ্রাসাটি ১৯৯৫ সাল থেকে শিশুদের বিনা বেতনে পরিচালনা করে আসছেন অত্র এলাকার শিল্পপতি আলহাজ্ব বায়েজিদ বিশ্বাস।