খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়া দৌলতপুর আইন-শৃংখলার চরম অবনতি বাড়িতে আগুন দিয়ে লুটপাটের অভিযোগ, প্রতি নিয়ত চলছে এমন ঘটনা পুলিশের কাছে অভিযোগ করলে বিবাদীদ্বারা প্রভাবিত হয়ে, কয়দিন পরে অভিযোগ আকাশে পাখা মেলে উড়ে যায়, কোন প্রতিকার পায়না ভুক্তভোগী।
জানাগেছে উপজেলার ফিলিপনগর কাচারীপাড়া গ্রামের ইন্দাদুল সরদারের বাড়িতে গত ৯ তারিখ গভির রাতে পূর্ব শত্রুতার জেরে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে ইন্দাদুল সরদার ও পরিবারের লোকজন বলেন, আমাদের সাথে একই এলাকার মিজান দের সাথে পূর্বে থেকে শত্রুতা চলে আসছে। গত ৭ তারিখ আমাদের বাড়িতে এসে হুমকি দিয়ে যায়। হঠাৎ ৯ তারিখ গভীর রাতে আমাদের বাড়িতে আগুন জ্বলতে দেখতে পাই। আমরা আগুন নিয়ন্ত্রণে জন্য চেষ্টা করলে শান্ত, মিজানেরা আমাদের উপর অস্ত্র ধরে আমাদের বাড়ি ঘর লুটপাট করে। নগদ টাকা, স্বর্ণালংকার লুটপাট শুরু করে। তখন আমরা ডাক চিৎকার শুরু করলে আমাদের আশেপাশের লোকজন ছুটে আসলে তারা বোমা ফাটিয়ে চলে যায়। এ বিষয়ে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছি আমরা তদন্ত করে সঠিক বিচার দাবি করছি।
এ বিষয়ে এলাকাবাসী বলেন, ইন্দাদুলের পরিবারের লোকজনের ডাক চিৎকারে ছুটে আসলে ডাকাতরা বোমা ফাটিয়ে পালিয়ে যায়। তখন ইন্দাদুলের বাড়িতে আগুন জ্বলছিল আমরা এলাকাবাসী আগুন নিয়ন্ত্রণে আনি। বিষয়টি দুঃখজনক শত্রুতা থাকতে পারে তাই বলে বাড়িতে আগুন দিতে হবে এটা কোন ধরনের বিচার। আমরাও চাই বিষয়টি তদন্ত হোক। এলাকার মিজান বলেন, গত ৯ তারিখ রাত ১ টার দিকে আমরা একটি বোমা বা গুলির আওয়াজ,ও লোকজনকে হইচই করতে শুনেছি তবে কারা করেছে বলতে পারবোনা। যথাযথ তদন্ত করে তাকে আইনের আওতায় আনা হোক। অপরাধী যেই হোক তার শাস্তি চাই।
এ বিষয়ে থানা পুলিশের অভিযোগ তদন্তকারী কর্মকর্তা এস আই মিরাজুল ইসলাম বলেন, বিষয়টি তদন্তাধীন আছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি