মো. সাইদুল আনাম, কুষ্টিয়া প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুরের আল্লারদর্গায় ৩ দিনব্যাপী ঐতিহ্যবাহী ২৭তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আছর উপজেলার আল্লারদর্গা হাইস্কুল মাঠে এন্তেজামিয়া তাফসীরুল কুরআন মাহফিল কমিটির আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আল্লারদর্গা ইদ্রিস আলী বিশ্বাস ইসলামিয়া মাদ্রাসার মুহতামিম ও এন্তেজামিয়া তাফসিরুল কুরআন মাহফিল কমিটির সভাপতি মাওলানা শামসুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপদেষ্টা মাওলানা ফিরোজুল আলম, উপদেষ্টা খন্দকার শহিদুল ইসলাম, সহ-সভাপতি ও হোগলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম চৌধুরী, আসাদুজ্জামান লোটন চৌধুরী, আক্কাস সর্দ্দার, নুরুল্যা হাবিবি রোকন, হাফেজ গিয়াস উদ্দিন, সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তাকিম লস্কর, যুগ্ম সম্পাদক আরিফ বিশ্বাস, আশরাফুল ইসলাম ফরাজী, প্রচার সম্পাদক ও আল্লারদর্গা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক খন্দকার জালাল উদ্দিন, দৈনিক জনকন্ঠ পত্রিকার সাংবাদিক সাইদুল আনাম, অধ্যাপক জাহাঙ্গীর আলম ও আবুল হোসেন সর্দ্দার প্রমুখ। এ সময় এন্তেজামিয়া তাফসিরুল কুরআন মাহফিল কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। উল্লেখ্য আগামী ৫,৬ ও ৭ ফেব্রুয়ারি ২০২৩ আল্লারদর্গা হাইস্কুল মাঠে ৩ দিন ব্যাপী ঐতিহ্যবাহী ২৭ তম বার্ষিক তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে এ উপলক্ষে বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি