1. raselahamed29@gmail.com : admin :
  2. uddinjalal030@gmail.com : jalal030 :
বৃহস্পতিবার, ০২ জানুয়ারী ২০২৫, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
দৌলতপুরের আল্লারদর্গায় বিচারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে শ্রমিক ইউনিয়নের নেতারা দৌলতপুরে জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত দৌলতপুরে বিএনপির সাবেক সভাপতি আলতাব হোসেনের স্ত্রী মমতাজ বেগমের ইন্তেকাল দৌলতপুরের দিঘল কান্দিতে বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত দৌলতপুরে মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দৌলতপুরে বিএনপির পার্টি অফিস উদ্বোধন দৌলতপুররে বাচ্চু মোল্লার নেতৃত্বে একীভূত বিএনপি, আজ শনিবার বিশাল কর্মীসভা অনুষ্ঠিত হবে ভেড়ামারা হালিমা বেগম একাডেমী’র প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকার আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে শিক্ষক-কর্মচারীদের সংবাদ সম্মেলন দৌলতপুরে ফেনসিডিল সহ ট্রাক জব্দ ও অস্ত্র উদ্ধার, গ্রেফতার-১ দৌলতপুরে ফুটবল খেলা দেখা নিয়ে সংঘর্ষ আহত-৬

কুষ্টিয়া জেলা সমিতি ইউএসএ ইনকের মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Khandaker Jalal Uddin. Email: uddinjalal030@gmail.com
  • Update Time : সোমবার, ২৭ মার্চ, ২০২৩
  • ৩০৪ Time View

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ গত ২৫শে মার্চ রোজ শনিবার নিউইয়র্কের জেকশন হাইট্স নবান্ন পার্টি হলে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা এবং পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় ,

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মোঃ আসাদুজ্জামান, পরিচালনায় ও সন্চালনায় ছিলেন চ্যানেল আই এর সাংবাদিক ও কুষ্টিয়ার কৃতি সন্তান আদিত্য শাহীন, নাজমুল আহসান দুলাল ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির ট্রাষ্টি বোর্ডের অন্যতম সদস্য মোঃ গিয়াস উদ্দিন ,

মোঃ রাশেদুল আলম , মোঃ সাজেজুল ইসলাম সুজন , মোঃ হাফিজুর রহমান , মাসুদুল আলম লিপু ও মোঃ হালিম চৌধুরী , সম্মানিত উপদেষ্টা বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ আবুতালেব , প্রফেসর ড. মুন্সী মর্তুজা আলী , মোঃ ফাহাদ ফাতেহ , মোঃ জিন্নাত আলী খান ,সহ সভাপতি আনোয়ারা মন্জু , ইফতার কমিটির আহ্বায়ক মোঃ কামরুজ্জামান ,

সদস্য সচিব মোঃ জিয়াউর রহমান , সমন্বয়কারী তৈয়ুবুর রহমান , যুগ্ম আহ্বায়ক আবদুল্লাহ যুবায়ের , যুগ্ম সদস্য সচিব সাজিদ হাসান প্রলয় , আশিক রহমান প্রচার সম্পাদক , সাহিত্য সম্পাদক লুবনা ইসলাম , কারিবুল ইসলাম , আবুহেনা মোস্তফা কামাল রয়েল , আসিফ ইকবাল সন্চয় , আরিফুজ্জামান , মোঃ ওবাইদুর রহমান ,

মোঃ মুক্তার হোসেন মুক্তা , মোঃ তোফাজ্জেল হোসেন, শাহীন আহম্মেদ , সুমী ,রাসেল রাইয়ান রামিন রাসেল , বদরুল আলম পান্না ও অন্যান্য সদস্যবৃন্দ । এছাড়া অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ সোসাইটির সিনিয়র সহ সভাপতি মহিউদ্দীন দেওযান ও সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকি , মামনু টিউটরিয়ালের প্রতিষ্ঠাতা ও কর্ণধার জনাব শেখ আল মামুন ,

নিউইয়র্কের সিনিয়র সাংবাদিক টাইম টিভির নিয়মিত আলোচক ও পরিচয় পত্রিকার সম্পাদক নাজমুল আহসান ,মোঃ মফিজুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক জেকশন হাইট্স বিজনেস এসোসিয়েশন , সাখাওয়াত বিশ্বাস সাবেক ভিপি , গাজি ওহিদুজ্জামান লিটন স্বেচ্ছাসেবকলীগের কেন্দীয় কমিটির উপ আন্তর্জাতিক সম্পাদক ,

মোঃ জাফর আহম্মদ ফুলটন ফ্রেন্ডস ক্লাবের সভাপতি ,সুবল দেবনাথ সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবকলীগ ,তরিকুল ইসলাম বাদল সভাপতি যশোর জেলা সমিতি , সাংবাদিক ও ফটোগ্রাফার তুষার পিক , জাহিদ রহমান যুবলীগ নেতা , সৈয়দ গোলাম কিবরিয়া সাবেক সহ সাধারণ সম্পাদক স্বেচ্ছাসেবকলীগ , কুষ্টিয়া এসোসিয়েশন থেকে মোঃ হামিদুল ইসলাম সভাপতি ,

উপদেষ্টা জালাল উদ্দীন , মমতাজ উদ্দীন , রবিউল ইসলাম সাবেক সভাপতি , এছাড়া উপস্থিত ছিলেন কমিনিউনিটি এক্টিভিস্ট ডাক্তার নাহিদ খান , কমিউনিটি এক্টিভিস্ট সাদিয়া আফরিন সনি ও প্রমুখ । ইফতারের পূর্বে সংক্ষিপ্ত বক্তব্যে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে (বাংলাদেশ সময় ২৬ শে মার্চ ) আলোচনা ও মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের আত্মার মাগফেরাত কামনা করেন ।

এছাড়া সকলে সমিতির বিগত দিনের কার্যক্রমে ভূয়ষী প্রশংসা করেন , বিশেষ করে করোনাকালীন সময়ে কুষ্টিয়ার প্রতিটি ইউনিয়নের গ্রাম পর্যায়ে সেচ্ছাসেবক দিয়ে অক্সিজেন সিলিন্ডার ও খাদ্য পৌঁছে দেওয়া , দেশের অসহায় মানুষের পাশে থাকা , সমিতির নিজস্ব কবর স্থান ক্রয় ,

লাশ দেশে পাঠানো , জব সেমিনার ও জব প্রদান ইত্যাদি বিষয়ে উল্লেখ করেন এবং এ ধরনের কাজ অব্যাহত রাখতে সমিতির সদস্যদের অনুরোধ করেন । পরিশেষে দোয়া মাহফিল অনুষ্ঠানটি পরিচালনা করেন ইমাম ফয়সাল জানালী । উনি কুষ্টিয়াবাসী সহ সকলের জন্য দোয়া করেন ।

পরিশেষে সমিতির সভাপতি মোঃ আসাদুজ্জামান সবাইকে ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহন করার জন্য ধন্যবাদ জানান এবং সমিতির উন্নয়ণ মূলক কাজ অব্যাহত রাখতে সকল কুষ্টিয়াবাসীকে এক সাথে কাজ করার আহ্বান জানান । এছাড়া সমিতির আগামী ২ রা জুলাই রবিবার লং আইল্যান্ডের বেলমন্ট লেক স্টেট পার্কে বনভোজনের অগ্রীম আমন্ত্রণ জানান ।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020 biplobidiganta.com

Design & Developed By : Anamul Rasel