খন্দকার জালাল উদ্দীন :কুষ্টিয়ার দৌলতপুরে দৌলতপুর চৌকি আদালত ও আইনজীবি সমিতির উদ্যোগে দৌলতপুর চৌকি আদালত প্রাঙ্গনে কুষ্টিয়া বারের বিশিষ্ঠ আইনজীবি এ্যাডভোকেট সিরাজুল ইসলাম, এ্যাডভোকেট মামুনার রশীদ ও এ্্যাডভোকেট আলহাজ্ব শামসুদ্দিন সহ সম্প্রতি এ তিন আইনজীবি হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন।
১৪ জুন মঙ্গলবার বিকেলে তাদের মৃত্যুতে শোক প্রকাশ করে দৌলতপুর লিগ্যাল এইডের সভাপতি সিনিয়র সহকারী জজ মোঃ শাহীন রেজার সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলে দৌলতপুর আইনজীবি সমিতির সবাপতি এ্যাডভোকেট মাহফুজ আলী খাঁন সেক্রেটারী এ্যাডভোকেট মোঃ শামসুল হক খান
এ্যাডভোকেট মোঃ নাসির উদ্দিন জুয়েল, এ্যাডভোকেট আলী মোর্তজা জুয়েল, এ্যাডভোকেট মোঃ নুরুল আমিন, এ্যাডভোকেট আশরাফুজ্জামান খাঁন (মুকুল)।
এছাড়া পরে দৌলতপুর আইন জীবি সমিতির উদ্যোগে দৌলতপুর আইন জীবি সমিতির সভাপতি এ্যাডভোকেট মোঃ মাহফুজ আলী খানের সভাপতিত্বে স্মরন সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়, হৃদ রোগে আক্রান্ত হয়ে নিহত তিন আইন জীবির স্মরনে। এত উপস্থিত ছিলেন এ্যাডভোকেট মোঃ মাহাতাব উদ্দিন, আইনজীবি সমিতি দৌলতপুরের সেক্রেটারী মোঃ নিজাম উদ্দিন, এ্যাডভোকেট মোঃ শামসুল হক খান অন্যান্য আইনজীবি বৃন্দ।