খন্দকার জালাল উদ্দিন: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হরিণগাছি ভাদালিয়ার মোড় এলাকায় নগদ এর এস আর মিঠুন (৩০) কে রামদা দিয়ে কুপিয়ে আহত করে ৬ লক্ষ ৪০ হাজার টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
জানা গেছে ১৩ জানুয়ারি সোমবার বেলা চারটার দিকে মিঠুন নগদ এর টাকা বিভিন্ন জায়গায় আদায় করে ছয় লক্ষ ৪০ হাজার টাকা নিয়ে ফিরছিল, এমন সময় চার পাঁচ জন দেশীয় অস্ত্রধারী যুবক তাকে পথ রোধ করে এবং টাকার ব্যাগ কেড়ে নেয়ার চেষ্টা করলে, কাড়াকাড়ির একপর্যায়ে মিঠুন কে রামদা দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে তার ব্যাগটি ছিনতাই করে নিয়ে যায়।
আহত মিঠুন আশঙ্কা জনক অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
দৌলতপুরে ছিনতাই চুরি মাদক ব্যবসায়ীর উপদ্রব দিন দিনই বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষ এ নিয়ে আতঙ্কে জীবন যাপন করছে, বিষয়টি প্রশাসনকে সজাগ থাকার জন্য অবগত করানো হলেও কোন কাজ হচ্ছে না।
আইন-শৃঙ্খলা চরম অবনতি দেখা দিয়েছে, এ বিষয়ে এলাকাবাসী ঊর্ধ্বতন প্রশাসনের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছে।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি