প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ৫, ২০২৫, ৩:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৫, ৫:৩৪ পি.এম
কুষ্টিয়ায় সনাকের উদ্যোগে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস ২০২৫ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত
কুষ্টিয়ায় সনাকের উদ্যোগে আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস ২০২৫ উপলক্ষে মানববন্ধন
জ্বালানি খাতে সুশাসন নিশ্চিত এবং নবায়নযোগ্য জ্বালানির রূপান্তরে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে কুষ্টিয়ায় আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস ২০২৫ উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৬ জানুয়ারি দুপুরে সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, কুষ্টিয়ার আয়োজনে নগরীর পাঁচ রাস্তার মোড়ে আয়োজিত এ মানববন্ধনে প্রধান শিরোনাম ছিল "জীবাশ্ম জ্বালানিকে না বলুন, ক্লিন এনার্জি: টেকসই ভবিষ্যৎ।"
মানববন্ধনে উপস্থিত ছিলেন সনাক, কুষ্টিয়ার সহ-সভাপতি শাহাজাহান আলী, সদস্য মো. রফিকুল আলম, মিজানুর রহমান লাকী, খোন্দকার আমানুল্লাহ, নজরুল ইসলাম, অশোক সাহা, তারিকুল হক তারিক, আক্তারী সুলতানা, টিআইবি'র এরিয়া কো-অর্ডিনেটর মো. রায়হানুল ইসলাম, ব্র্যাক জেলা কর্মকর্তা অমরেশ চন্দ্র দাস, এফপিএবি’র জেলা কর্মকর্তা কে.এ সৈকত, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার প্রতিনিধি শাহীনুর বেগমসহ আরও অনেকে।
বক্তারা নবায়নযোগ্য জ্বালানিকে ন্যায়সঙ্গত, পরিবেশবান্ধব এবং টেকসই উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে উল্লেখ করে বলেন, “জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস এবং নবায়নযোগ্য জ্বালানির রূপান্তর নিশ্চিত করতে সুশাসন প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি।” তারা নবায়নযোগ্য জ্বালানি খাতের দ্রুত ও কার্যকর বিকাশের জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বয়ে কাজ করার আহ্বান জানান।
মানববন্ধনে টিআইবি ১২টি গুরুত্বপূর্ণ সুপারিশ উপস্থাপন করে, যার মধ্যে উল্লেখযোগ্য ছিল:
জীবাশ্ম জ্বালানি নির্ভর বিদ্যমান মহাপরিকল্পনা “ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড পাওয়ার মাস্টার প্ল্যান (আইইপিএমপি-২০২৩)” বাতিল করা।
জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস ও নবায়নযোগ্য জ্বালানির অংশ বৃদ্ধি করা।
তরুণ সমাজের সম্পৃক্ততা বাড়ানো।
নবায়নযোগ্য জ্বালানি রূপান্তর প্রক্রিয়ায় সুশাসন নিশ্চিত করা।
এতে সনাক, অ্যাকটিভ সিটিজেন্স গ্রুপ (এসিজি), এবং ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্যসহ বিভিন্ন অংশীজনের সক্রিয় অংশগ্রহণ ছিল।
উপস্থিত সকলে নবায়নযোগ্য জ্বালানির প্রসার এবং টেকসই ভবিষ্যৎ নিশ্চিতের লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টার অঙ্গীকার ব্যক্ত করেন।
সম্পাদক : খন্দকার জালাল উদ্দিন
সম্পাদকীয় কার্যালয়: খন্দকার সুপার মার্কেট , (২য় তালা ) আল্লারদর্গা, দৌলতপুর, কুষ্টিয়া ।
মোবাইল : ০১৭১৮-১৬৪২৬৬, ই-মেইল: uddinjalal030@gmail.com
ই-পেপার কপি