খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ার দৌলতপুরের ফিলিপ নগর ইউনিয়নের দফাদারপাড়া এলাকায় ফসলী জমিতে বাণিজ্যিক উদ্দেশ্যে অবৈধভাবে মাটি উত্তোলন করায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ এর ৭(ক) ধারা লংঘন করায় দুই মাটি ভর্তি ট্রলি সহ ২ জন কে আটক করে সর্বমোট এক লক্ষ টাকা জরিমানা করে হয়। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সাল আহাম্মেদ অভিযান চালিয়ে রোববার জরিমানা আদায় করেন। পরে রাতে তাদের ট্রলিসহ ছেড় দেয়া হয়।
এ দিকে আল্লারদর্গা বাজারে সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নিবাহী ম্যাজিট্রেট আব্দুল হাই সিদ্দিকী এক মুদিও দোকানে ভ্রাম্যমান আদালতে ১০ কেজি অবৈধ পলিধিন জব্দ করে ২ হাজার টাকা জরিমানা আদায় করেন।