খন্দকার জালাল উদ্দিন: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লার দর্গায় পিয়ারপুর ও হোগলবাড়িয়া ইউপি বিএনপি’র উদ্যোগে সন্ধ্যায় মশাল মিছিল হয়েছে।
৩ ফেব্রুয়ারি সোমবার সন্ধ্যা সাতটার দিকে এলাকার পিয়ারপুর ও হোগলবাড়িয়া বিএনপি শাখার উদ্যোগে আওয়ামী লীগের লিফলেট বিতরণের প্রতিবাদে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বিএনপি নেতা পিয়ারপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক খন্দকার আরিফুজ্জামান ও নেতাদের উদ্যোগে এই মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটি আল্লার দর্গার বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বাজারস্থ বিএনপি অফিসের সামনে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদে নেতারা আওয়ামী লীগের দুঃশাসনের ফিরস্তি তুলে ধরে বক্তব্য রাখেন এবং সদ্য দৌলতপুরে লিফলেট বিতরণে উদ্ধত আচরণ করায় আওয়ামী লীগকে সাবধান করে দেন এবং তীব্র প্রতিবাদ জানান। এ সময় মহাবুল লস্কর, মনি লস্কর খন্দকার আরিফুজ্জামান সহ এলাকার নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।