মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ব্রিটিশ -আমেরিকান টোব্যাকো বাংলাদেশের (বিএটিবি)আল্লারদর্গা লিফ রিজিওনের উদ্যোগে সোমবার ০৫ জুন,২০২৩ দিনব্যাপী বৃক্ষরোপণ ও গ্রীষ্মকালীন সবজির বীজ বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের বনায়ন কর্মসূচির পাশাপাশি সরকারি আশ্রয়ণ প্রকল্পের ছিন্নমূল পরিবারের মানুষের আর্থ-সামাজিক পরিস্থিতি উন্নয়নের লক্ষ্যে গ্রীষ্মকালীন বিভিন্ন সবজির বীজ বিতরণ করা হয়। উক্ত কার্যক্রমে ভেড়ামারার জুনিয়াদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো:হাসানুজ্জামান,
বিএটিবি’র আল্লারদর্গা লিফ রিজিওনের অ্যাসিস্ট্যান্ট লিফ অফিসার মাহফুজা আক্তার এবং আসাদুজ্জামান চৌধুরী এ সময় উপস্থিত থেকে নোলুয়া -মির্জাপুর আশ্রয়ণ প্রকল্পের ১৫ টি পরিবারের মাঝে ফলজ, ঔষধি সহ নানা রকম দেশীয় গাছের চারা এবং গ্রীষ্মকালীন সবজির বীজ বিতরণ করেন।
বিএটিবি’র উর্ধ্বতন কর্তৃপক্ষের বিবেচনায় দৌলতপুর এবং ভেড়ামারার অবশিষ্ট ১৫ টি সরকারি আশ্রয়ণ প্রকল্পের ৭৬৫ টি পরিবারের মাঝে পর্যায়ক্রমে এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন করার ব্যাপারে ইতোমধ্যে উদ্যোগ নেয়া হয়েছে।
এই কার্যক্রম সরকারের বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএটিবির কর্মকর্তাবৃন্দ।