দৌলতপুরে আইন শৃংখলার চরম অবনতি এক রাতে দুই গ্রামে চুরি আতঙ্কে মানুষ
দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুর উপজেলার আদাবাড়ীয়া ইউনিয়নের গরুড়া দাঁড়ের পাড়া গ্রামে গতকাল বৃহস্পতিবার দিনগত রাতে কৃষক খেদ আলীর ছেলে আনারুজ্জামান এর বাড়ি থেকে তিন টি মোবাইল ও নগদ ২ হাজার টাকা ও গোয়ালগ্রাম বাজারে রানার দোকানের টিন কেটে ল্যাপটপ নগদ টাকা ও এমবি কার্ড চুরি হয়েছে বলে জানান এলাকাবাসী।
উপজেলার সদর ইউনিনের দৌলতখালী গ্রামের গোডাউন বাজার নামক স্থানে সুকুরের ছেলে জাহাঙ্গীরের লক্ষাধীক টাকা দামের গরু চুরি হয়েছে বলে জানান এলাকাবাসী। এ ছাড়া প্রত্যেক গ্রামে বিভিন্ন প্রকার মাদক সেবন ও বিক্রেতা অবাধে চালাচ্ছে মাদকের ব্যবসা। মাদকের টাকা জোগাড় করতে চুরির উপদ্রপ বেড়ে গেছে বলে ধারণা সচেতন মহলের।
এ বিষয়ে রানা বলেন প্রতিদিনের মত বৃহস্পতিবার রাতে দোকান বন্ধ করে বাসায় চলে যায়। সকালে এসে দোকান খুলে দেখি দোকানের উপরের চালের টিন ফাঁকা। পরে দেখি আমার ছেলের ব্যবহৃত ল্যাপটপ, নগদ কিছু টাকা ও আমার নেটের ব্যবসা আছে তার এমবি কার্ড চুরি হয়ে গেছে। আমি এ বিষয়ে দৌলতপুর থানায় একটি লিখিত অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছি।
এ বিষয়ে আনারুজ্জামান বলেন, বৃহস্পতিবার রাতে আমরা সকলে ঘুমিয়ে পড়লে। আমার বাড়ির পিছনের দরজার তালা ভেঙে আমার, আমার স্ত্রী ও ছেলের ব্যবহৃত মোবাইল ও নগদ ২ হাজার টাকা ও পাশের বাড়ির এক ব্যক্তির নগদ ১০ হাজার টাকা চুরি হয়ে গেছে। আমরা আতঙ্কের মাঝে আছি হঠাৎ বহুদিন পর আবার চুরি হওয়াতে। চোরদের ধরে আইনের আওতায় আনা হোক। সচেতন মানুষ দাবি করেন বহুদিন চুরি বন্ধ দৌলতপুর উপজেলা তে। হঠাৎ করে চুরি বেড়ে যাওয়াতে আমরা আতঙ্কের মাঝে দিনযাপন করছি। তাই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এ বিষয়ে দৌলতপুর থানার অফিসার ইনচার্জ জাবীদ হাসান জানান, অভিযোগ পেলে মালামাল উদ্ধারপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।