1. raselahamed29@gmail.com : admin :
  2. uddinjalal030@gmail.com : jalal030 :
বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রকাশিত সংবাদের প্রতিবাদ দৌলতপুরে বিএনপি নেতা টুটুলের নেতৃত্বে সাংবাদিক আছানুলের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ভাংচুর লুটপাট দৌলতপুরে কুষ্টয়িা ব্যাটালয়িন ৪৭ বজিবি-িবএিসএফ ব্যাটালয়িন কমান্ডার র্পযায়ে সৌজন্য সাক্ষাৎ দৌলতপুর গণঅধিকার পরিষদের পূর্নাঙ্গ কমিটির রূপরেখা প্রকাশ করেছে জেলা কমিটি দৌলতপুরের আহত রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র রাব্বি মারা গেছে দৌলতপুরে গণঅধিকার পরিষদে কর্মী সম্মেলন অনুষ্ঠিত শাহাবুল ইসলাম সভাপতি   ও আমজাদ আলী কে সাধারণ দৌলতপুর সীমান্তে দেড় কোটি টাকার সোনা সহ ২ জনকে আটক দৌলতপুরে সিনিয়র সহকারী জর্জ শাহীন রেজার বিদায় অনুষ্ঠান কুষ্টিয়ার দৌলতপুরে র‌্যাবের পৃথক অভিযানে জেল পলাতক ৩ জন আসামি গ্রেফতার শিল্পপতি নাসির উদ্দীন বিশ^^াসের মৃত্যু বার্ষিকী আজ

দৌলতপুরে উত্তরবঙ্গের পেট্রোল বাহী গাড়ি আটক

Khandaker Jalal Uddin. Email: uddinjalal030@gmail.com
  • Update Time : বুধবার, ১৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩৯ Time View

 

দৌলতপুর প্রতিনিধি ঃ কুষ্টিয়ার দৌলতপুরের চারটি ঝুঁকিপূর্ণ পেট্রোল ও অন্যান্য জ্বালানী তেল মজুদাগারে শুধু সংরক্ষণই অনিয়মের নয় এসব মজুদাগারের তেল ক্রয়ও হচ্ছে অনিয়মে। ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার দৌলতপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জব্বার পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতে পাওয়া যায় এমন তথ্য।
নির্ধারিত এলাকার বাইরে তেল বিক্রি করতে সিরাজগঞ্জের শাহজাদপুরের বাঘাবাড়ি এলাকার মেসার্স মারুফ এন্টারপ্রাইজের একটি তেলবাহী ট্র্যাক দৌলতপুরে আসায় ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত, পাশাপাশি এ ধরণের কাজ পুনরায় সংঘটিত না করতেও নির্দেশ দেয়া হয়। জরিমানার অর্থ নগদ আদায়ের পাশাপাশি ব্যবসায়ী নিয়ম ভঙ্গকরার দায়ে দৌলতপুর পুলিশ কে স্থানীয় সেন্টার মোড়ের তেল ব্যবসায়ী মজনুর ব্যবসা কার্যক্রম তদন্তের নির্দেশ দেয়া হয়।
২০ হাজার লিটার পেট্রোলবাহী যমুনা ওয়েল কোম্পানি লিমিটেডের মনোগ্রাম আঁকানো গাড়িটি তেল সরবারাহ করে থাকে এভাবেই। সরেজমিনে দেখা যায় একটি অগ্রহণযোগ্য কাগুজে টোকেন হাতে নিয়ে লাইসেন্স হীন চালক আর একজন সহযোগি বহন করছে এই তেল। তেল দিতে যাচ্ছেন দৌলতপুরের আঁখ সেন্টার মোড় এলাকার ব্যবসায়ী মজনুসহ আরও কয়েকজনকে।
দৌলতপুর উপজেলা পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তা এবং উপজেলা প্রশাসনের সংশ্লিষ্টরা অংশ নেন মঙ্গলবার সন্ধ্যায় পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতে। উপজেলার প্রাগপুর-কুষ্টিয়া সড়কের তারাগুনিয়া থানার মোড় এলাকায় এই ঘটনা ঘটে। অনিয়ম করে তেল বিক্রি করতে আসা তেলবাহী গাড়িটি স্থানীয়রা চিনতে পেরে আটকে রাখে,পরে পুলিশ-প্রশাসনকে খবর দেয়া হলে ঘটনার সুরাহা হয়।
বাংলাদেশ ট্যাংক লরি ওনার্স এ্যাসোসিয়েশন, বাংলাদেশ জ্বালানী তেল পরিবেশক সমিতি, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স-ডিস্ট্রিবিউটরস- এজেন্টস এন্ড পেট্রোল পাম্প ওনার্স এ্যাসোসিয়েশনের মতো নিবন্ধিত সংগঠন থেকে তেল বিক্রয়ের জন্য বিভিন্ন এলাকা ভিত্তিক নির্দিষ্ট এজেন্ট দেয়া আছে, এইসব এজেন্ট ব্যবসায়ীরা সকলেই পদ্মা-মেঘনা-যমুনার মতো তেল সরবারাহকারী কোম্পানির সাথেও সুনির্দিষ্ট এলাকায় বাজারজাত করতে চুক্তিবদ্ধ।
এমন নিয়মকে সমর্থন জানিয়ে আইনও আছে দেশের এই খাত প্রসঙ্গে।
সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, দৌলতপুর আঁখ সেন্টার মোড়ের মজনু রহমান, হোসেনাবাদ বাজারের আতাউর একই বাজারের রিপেল, মথুরাপুর গরুর হাট সংলগ্ন বড় বাজার এলাকার ব্যবসায়ী হাচিবুর রহমান অনিয়মে ক্রয় করা হাজার-হাজার লিটার তেল মজুদ করছেন সম্পূর্ণ নিয়ম বহির্ভূত ভাবে। এবিষয়ে কড়া অবস্থান নিয়েছে দৌলতপুর উপজেলা প্রশাসন এবং বিভাগীয় বিস্ফোরক কর্মকর্তারা।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020 biplobidiganta.com

Design & Developed By : Anamul Rasel