দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নার্সদের অনিয়ম দূর্নীতির তথ্য সংগ্রের জন্য শুক্রবার দুপুরে সাংবাদিকরা হাসপাতালে গেলে নার্সের পরিবারের লোকজন হামলা চালায়ে ৪ সাংবাদিককে আহত করেছে।
ভুক্তভোগী সাংবাদিকরা জানান, সংবাদ পায় নার্স বেবি প্রতিনিয়ত কর্মে অনিয়ম, ডিউটিতে ফাঁকি দেয় ও রুগিদের সাথে খারাপ ব্যবহার করে। এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার দুপুরে সংবাদ সংগ্রহে গেলে নার্স বেবি সাংবাদিকদের উপর হামলা চালানো জন্য লাঠি নিয়ে তেড়ে আসে এবং বলে ভিডিও করলে ক্যামেরা ভেঙে দিবো ভিডিও নিলে ক্যামেরার উপর হামলা চালায়। বিষয়টি দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স টি.এইচ.ও তৌহিদুল হাসান তুহিন কে জানালে তিনি আবাসিক মেডিকেল অফিসার সামছুল আরেফিনকে পাঠান। দুপুর অনুমানিক ২ টা ৩০ মিনিটে হাসপাতাল গেটে সামছুল আরেফিনের সাথে কথা বলার সময় আহসান হাবীব কালু ডাক্তারের নেতৃত্বে বহিরাগত ক্যাডার বাহিনী সাংবাদিকদের উপর হামলা চালায়। এ সময় সাংবাদিক তুহিন, রনি আহমেদ,আছানুল হক, মিজানুর রহমান আহত হয় ও তাদের ক্যামেরা ক্ষতি গ্রস্থ হয়। এ ব্যাপারে দৌলতপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।