দৌলতপুর প্রতিনিধি : আনন্দ টিভি’র কুষ্টিয়া জেলা প্রতিনিধি, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া দপ্তর সম্পাদক ও দৌলতপুর প্রেসক্লাব ডিপিসি’র সাধারণ সম্পাদক ফিরোজ কায়সারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দৌলতপুর উপজেলার সর্বস্তরের সাংবাদিকদের আয়োজনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ ডিসেম্বর) দৌলতপুর থানার সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, সভাপতিত্ব করেন দৌলতপুর প্রেসক্লাব ডি.পি.সি সভাপতি মোঃ আব্দুল আলিম সাচ্চু, উপস্থিত ছিলেন আল্লারদর্গা প্রেসক্লাবের সভাপতি,সিনিয়র সাংবাদিক খন্দকার জালাল উদ্দিন, সিনিয়র সাংবাদিক মোঃ আলাউদ্দিন, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক রনি আহমেদ, দৌলতপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক মোঃ সাইদুল আনাম, দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আছানুল হক, দৈনিক আরশীনগর ফটো সাংবাদিক মোঃ আকরাম হোসেন, দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি আবদুল্লাহ বিন জোহানী তুহিন, বাংলাদেশর আলো দৌলতপুর প্রতিনিধি মোঃ হেলাল উদ্দিন,জোনাকি টেলিভিশনের দৌলতপুর প্রতিনিধি সম্রাট আলী, দৌলতপুর রিপোর্টার্স ক্লাবের দপ্তর সম্পাদক, মোঃ সেলিম রেজা, এশিয়ান টিভি প্রতিনিধি মোঃ সোহানুর রহমান শিপন, দৌলতপুর প্রেসক্লাব ডি.পি.সি সাংগঠনিক সম্পাদক মোঃ রাকিব হাসান, কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ সেলিম রেজা বাচ্চু,সহ অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, র্যাবের গাড়িতে বোমা হামলা কারী, তৎকালীন বিএনপি সন্ত্রাসী মিঠুনের নেতৃত্বে১০/১২ জন সন্ত্রাসী আনন্দ টিভির কুষ্টিয়া জেলা প্রতিনিধি, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়া দপ্তর সম্পাদক ও দৌলতপুর প্রেসক্লাব ডিপিসির সাধারণ সম্পাদক ফিরোজ কায়সারের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হল। রবিবার রাত ১২টার মধ্যে প্রশাসন সন্ত্রাসীকে গ্রেফতার করে আইনের আওতায় না আনলে পরবর্তিতে কঠিন কর্মসূচী ঘোষনা করবে দৌলতপুর সর্ব স্তরের সাংবাদিক বৃন্দ।