দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুর ফিলিপনগর ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের মেম্বার মামুনুর রশীদ মামুনের নামে মিথ্যা তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে মেম্বার মামুনের নিজ বাসভবনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে মামুন লিখিত বক্তব্য বলেন, আমাকে জড়িয়ে পত্র পত্রিকায়” দৌলতপুরে ইউপি সদস্য মামুনের রমরমা মাদক ব্যবসা ” শিরোনাম নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি মিথ্যা তথ্য দিয়ে হিংসার বসবতি হয়ে আমার প্রতিপক্ষের লোকজন করিয়েছে বলে আমার ধারণা। নিউজে যে সকল কথা উল্লেখ করা হয়েছে তা উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন। আমি ব্যক্তিগতভাবে জাসদ দলীয় রাজনীতির সাথে জড়িত, আমার দলীয় ভাবমূর্তি ও স্থানীয় ভাবমূর্তি নষ্টের জন্য সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ে নিউজ টা করিয়েছে৷
নিউজে চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টুর নাম উল্লেখ করে যে তথ্য দেওয়া হয়েছে তাও মিথ্যা। আপনারা চেয়ারম্যান এর কাছে জানতে পারেন। আমি এই নিউজের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়। এবং তদন্ত করে সঠিক বিচার দাবি করছি।
এ বিষয়ে ফিলিপনগর ইউনিয়নের চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টু বলেন, যে তথ্য খবরে প্রকাশিত হয়েছে তা আমার দেওয়া তথ্য না এমন তথ্য আমি কাউকে দেই নাই। এ সময় দৌলতপুরে কর্মরত পিন্টু ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন