দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে মথুরাপুর এলাকায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে এক মুদিও ব্যবসায়ীকে দেড় লক্ষ টাকা জরিমানা করেছে
বুধবার সন্ধ্যায় উপজেলার মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর গোহাট বাজারে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আব্দুল জব্বার।
ভ্রাম্যমান আদালত সুত্র জানায়, মথুরাপুর ইউনিয়নের মথুরাপুর গোহাট বাজারের মুদিও ব্যবসায়ীর দোকানে অভিযান পরিচালনা করা হয়।এ সময় ভোক্তা অধিকার আইন লংঘনের দায়ে মুদিও ব্যবসায়ী হাসিবুর রহমান হাসিবের কাছে দেড় লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়।