1. raselahamed29@gmail.com : admin :
  2. uddinjalal030@gmail.com : jalal030 :
শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৭:০২ অপরাহ্ন

দৌলতপুর থানা পুলিশের অভিযানে বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার

Khandaker Jalal Uddin. Email: uddinjalal030@gmail.com
  • Update Time : বুধবার, ৩১ আগস্ট, ২০২২
  • ৪২০ Time View
  • দৌলতপুর প্রতিনিধি :কুষ্টিয়া দৌলতপুর থানা পুলিশের অভিযানে মঙ্গলবার রাত অনুমানিক ১২ টার দিকে পাকুড়িয়া দহপাড়া গ্রামের শুকুর আলীর পুকুর পাড় থেকে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।
    দৌলতপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ জাবীদ হাসান এর নেতৃত্বে ও পুলিশ পরিদর্শক তদন্ত মোস্তফা হাবিবুল্লাহ সার্বিক তত্তাবধানে দৌলতপুর থানা পুলিশের ওয়ারেন্ট তামিল ও অবৈধ মাদকদ্রব্য ও অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে, এস আই সেলিম রেজা, এ এস আই হুমায়ন, এ এস আই আলামিন, এ এস আই আলমগীর, ক. মনিরুল ও খালিদ হেসেন অভিযান পরিচালনা করিলে পাকুড়িয়া দহ পাড়া গ্রামের শুকুর আলীর পুকুর পাড় হতে পরিত্যক্ত অবস্থা একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলি উদ্ধার করে।
    এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার জাবীদ হাসান বলেন, পরিত্যক্ত অবস্থা উদ্ধার হওয়ার কারনে বিষয়টি জিডি ভুক্ত করা হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
    এ দিকে নাম পরিচয় গোপন রাখা শর্তে এলাকাবাসী জানান, মাদক ব্যবসায়ী, মাদক ব্যবসা পরিচালনা করার জন্য এই সব অস্ত্র ব্যবহার করে। অস্ত্র টি মাদক ব্যবসায়ী সবুজ ও নাটকের বাড়ির পাশে থেকে উদ্ধার হয়েছে। তারা এই এলাকার বড় মাপের মাদক ব্যবসায়ী।

Please Share This Post in Your Social Media

More News Of This Category
© All rights reserved © 2020 biplobidiganta.com

Design & Developed By : Anamul Rasel