দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়া দৌলতপুরে বালির দিয়াড় গ্রামে দুই গ্রুপের সংঘর্ষে দুইজন আহত হয়েছে। ১ নভেম্বর মঙ্গলবার বিকেল চারটার দিকে দুই গ্রুপের মধ্যে জমি-জমা কেন্দ্র করে বিরোধের-জের ধরে দু’জন আহত হয়েছে।
আহতরা হলো আবু বক্কর মোল্লা (৫৭) পিতা আইজুদ্দিন ও ইউসুফ মোল্লা (৩৫) পিতা আমির মোল্লা। জানা গেছে দু’ গ্রুপের সংঘর্ষ চলাকালে লালন (৪০) পিতা চাঁদু এবং ইজাদুল (৪৫) পিতা ফরজ মোল্লা তারা কর্তৃপক্ষের উপর হামলা করে এবং ধারল হাসুয়া দিয়ে ইউসুফ মোল্লা ও বক্কর মোল্লাকে কুপিয়ে মারাত্বক আহত কওে, তারা বর্তমানে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তাদের অবস্থা আশঙ্কাজন।