দৌলতপুর প্রতিনিধি : কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার রিফায়েতপুর ইউনিয়নের লক্ষিখোলা গ্রামে গাছ কেটে তারের বেড়া ভেঙ্গে জমি দখলের পাঁয়তারা করেছে দূতৃত্তরা।
ভূক্তভোগী লক্ষিখোলা গ্রামের মৃত লাল মহম্মদের ছেলে শফিকুল ইসলাম জানান, গত ১৩ নভেমক্ষ তার লক্ষিখোলা মৌজার ৬৩২ ও ৬৩৬ দগের জমিতে মেহগিনি বাগানের ১৫/২০টি গাছ কেটে ফেলে ও তারের বেড়া ভাঙ্গচুর করে জোর পূর্বক রাস্তার নামে জমি দখলের পাঁয়তারা করছে এলাকার চিহ্নিত সন্ত্রাসী জাহাঙ্গীর, আরমান, রিপন, বাদলসহ ১০/১২ জন সন্ত্রাসী। প্রতিবাদ করতে গেলে, তারা প্রকাশ্য দিবালোকে দেশী অস্ত্র নিয়ে খুন করার উদ্দ্যেশে তেড়ে আসে। অবস্থা বেগতিক দেখে শফিকুল পালিয়ে আসে এবং দৌলতপুর থানায় গত ১৪ নভেম্বর একটি অভিযোগ দায়ের করেছে. সন্ত্রাসীরা প্রভাব শালী হওয়ায়, এ পর্যন্ত কোন প্রতিকার পায়নি। ইতি পূর্বে কয়েকবার জমি নিয়ে নানা হয়রানি করেছে, এ ব্যাপরে দৌলতপুর থানায় জিডি করেছে আর নম্বর ১২৮৫, তারিখ ২৫.০৬.২২। ভূক্তভোগী বিষয়টি নিস্পত্তির জন্য উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করছে।