খন্দকার জালাল উদ্দীন : কুষ্টিয়ায় মাদক মামলায় কারাদন্ড প্রাপ্ত পলাতক আসামি শাফি মালিথাকে (৪৮) গ্রেফতার করেছে র্যাব। রায় ঘোষণার পর ৬ মাস কারাগারে ছিলেন, তারপর জামিনে মুক্তি পেয়ে দীর্ঘ ৮ বছর পলাতক ছিলেন। রোববার (২৯ জানুয়ারি) ভেড়ামারা উপজেলার মন্ডলপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার সকালে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান।
মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি সাফি মালিথা দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের ছলিমুদ্দিন মালিথার ছেলে।
র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান বলেন, ২০০৬ সালের ১০ সেপ্টেম্বর কুষ্টিয়ার দৌলতপুর হতে শরীরে ফেনসিডিল বহন করে বাসযোগে ঢাকা যাওয়ার পথে কালিয়াকৈর এলাকায় পুলিশের চেকপোস্টে গ্রেফতার হন আসামি সাফি মালিথা। এ ঘটনায় গাজীপুর জেলার কালিয়াকৈর থানায় সাফি মালিথার বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নং-১০/০৬, ধারা ১৯৯০ সালের ১৯(১) এর ৩(খ)।
ইলিয়াস খান আরও বলেন, মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা আসামির বিরুদ্ধে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষে ২০১৫ সালে গাজীপুর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক যাবজ্জীবন সশ্রম কারাদন্ড দেন আদালত। এরপর প্রায় ৬ মাস জেল খেটে জামিনে মুক্তি পান। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। তাকে গ্রেফতারের ব্যাপারে র্যাব উদ্যোগী হয়ে গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখে। গোপন তথ্যের ভিত্তিতে রোববার রাত ১০টার দিকে ভেড়ামারা মন্ডলপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।